
ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাবছবি: রয়টার্স।
বিবিসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ‘উপনিবেশে’ পরিণত করতে চান বলে মন্তব্য করেছেন ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব। বিবিসির ‘নিউজআওয়ার’ অনুষ্ঠানে গতকাল রোববার তিনি এই মন্তব্য করেন।
- অভিযোগ: প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী তারেক উইলিয়াম সাব বলেন, ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এ বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’।
- উদ্দেশ্য: তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক আসলে দেশটির প্রাকৃতিক সম্পদ সোনা, তেল ও তামার মজুত কবজা করার একটি অজুহাত মাত্র।
ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ
- সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত: ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন এবং গত সপ্তাহে মন্তব্য করেন, ‘সমুদ্র এখন নিয়ন্ত্রণে’, তাই যুক্তরাষ্ট্র ‘এখন ভূমি নিয়েও ভাবছে’।
- উপকূলে অভিযান: গত সেপ্টেম্বর থেকে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকার উপকূলে অভিযান চালাতে শুরু করে, যাকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বর্ণনা করা হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন।
