কর্মসূচি থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের

খাদেমুল ইসলাম
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকেয়া গ্র্যাচুইটি, অবসরকালীন সময়ে বৈশাখী ভাতা, উৎসব ভাতা ও মাসিক চিকিৎসা ভাতাসহ অন্যান্য ন্যায্য দাবি আদায়ের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকল লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। রোববার (১৯ অক্টোবর) সকালে মিলের ১ নম্বর গেইটে এসব কর্মসূচি পালিত হয়।
মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন মিলের সাবেক সিআইসি মো. বেলাল হোসেন, সহকারী ব্যবস্থাপক (কৃষি) মো. লিয়াকত আলী এবং সাবেক ডিজিএম হাসমত আলী সহ অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।
স্মারকলিপি প্রদান ও কঠোর হুঁশিয়ারি
বিক্ষোভ শেষে মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দ জিলবাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তরিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বক্তাগণ অনতিবিলম্বে তাঁদের দাবি-দাওয়া পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে ভবিষ্যতে তাঁরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।