
খুলনার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার নাহিদ রানা।ছবি
ক্রীড়া ডেস্ক:
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মুশফিকুর রহিমের সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হলেও, ফলের দিক থেকে ভিন্ন চিত্র দেখাল অন্য দুই দল। মিরপুরে তিন দিনের মধ্যেই খুলনা বিভাগকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে রাজশাহী, অন্যদিকে সিলেট বিভাগের হয়ে খেলা মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে অপরাজিত আছেন।
তিন দিনেই রাজশাহীর দাপুটে জয়
শেরেবাংলা স্টেডিয়ামে খুলনাকে হারিয়ে তিন দিনের মধ্যেই জয়ের প্রমাণ দিল রাজশাহী। ম্যাচ জিততে ১০৯ রানের লক্ষ্য পাওয়া নাজমুল হোসেনের দল ২৩.৫ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে যায়।
- ব্যাটিং পারফরম্যান্স: রান তাড়ায় ওপেনার হাবিবুর রহমান সর্বোচ্চ ৬২ রান করেন এবং সাব্বির হোসেনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ৭ বলে ১২ রান করে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।
 - বোলিং পারফরম্যান্স: এর আগে খুলনা অলআউট হয় ২৫৫ রানে। দলের সর্বোচ্চ ৪৮ রান করেন মেহেদী হাসান মিরাজ। রাজশাহীর পক্ষে জাতীয় দলের ফাস্ট বোলার নাহিদ রানা ৭১ রানে ৩ উইকেট এবং আরেক পেসার আলী মোহাম্মদ ওয়ালিদ ২৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ৫ উইকেট নেওয়া অফ স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব।
 

মুশফিকুর রহিমের অপরাজিত ৯৩
সিলেট বিভাগের হয়ে খেলা সাবেক জাতীয় অধিনায়ক মুশফিকুর রহিম ঢাকা বিভাগের বিপক্ষে নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির সেঞ্চুরি থেকে সামান্য দূরে আছেন। প্রথম ইনিংসে তিনি ৯৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছেন।
বিনা উইকেটে ৩৩ রান নিয়ে দিন শুরু করা সিলেট দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলেছে। মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন, সিলেটের স্কোর ছিল ৮২ রানে ৩ উইকেট। মুশফিক ১৭০ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ঢাকার চেয়ে এখনো ৫০ রানে পিছিয়ে রয়েছে সিলেট।
কক্সবাজারে বৃষ্টির প্রভাব
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে তৃতীয় দিনে চট্টগ্রাম-বরিশাল ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৫ ওভার। ময়মনসিংহ-রংপুর ম্যাচেও একই কারণে একটি বলও হতে পারেনি।
