
করমর্দন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও সি চিন পিং (ডানে)ফাইল ছবি রয়টার্স
বানিজ্য ডেস্ক।
যুক্তরাষ্ট্র চীনের পণ্যে শুল্ক কমিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের পণ্যে মার্কিন শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর জানানো হয়েছে।
ট্রাম্পের ঘোষণা ও চুক্তির ইঙ্গিত
বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন:
- শুল্ক হ্রাস কার্যকর: শুল্কহার কমানোর এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ ছাড়া চীনের ফেন্টানিলের ওপর থাকা ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হবে।
- বাণিজ্য চুক্তি: ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে, এবং এই চুক্তির মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হবে। তিনি বলেন, “আমাদের চুক্তি হয়েছে।”
- বিরল খনিজ: বিরল খনিজ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে বলেও ট্রাম্প জানিয়েছেন। এর মাধ্যমে চীনের বিরল খনিজ ধাতু রপ্তানির ওপর বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
- সফর: ট্রাম্প আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন এবং তার পরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্র সফর করবেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পালে হাওয়া লাগাতে পারে।
