
গ্রেপ্তার। প্রতীকী ছবি।
প্রতিনিধি নরসিংদী।
নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ফরিদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে রায়পুরা থানার বারৈচা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিবরণ
- ঘটনার সময় ও স্থান: গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
- আহতরা: অগ্নিদগ্ধ ছয়জন হলেন: ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম, তাঁদের দুই ছেলে আরাফাত ও তাওহীদ, শ্যালিকা সালমা বেগম, তাঁর ছেলে ফরহাদ এবং জিহাদ মিয়া।
- চিকিৎসা: আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
- কারণ: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন রিনা বেগম। বুধবার রাতে ফরিদ মিয়া শ্বশুরবাড়ি গিয়ে ঘুমন্তদের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে ঘরের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আসামি ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত এবং ঘটনার দিনও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
