সার নীতিমালা ২০০৯ বহালসহ ৩ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

রাশিদ আহমেদ নিসর্গ
ময়মনসিংহ
খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি ও লাইসেন্সের দাবিতে রবিবার দুপুরে ময়মনসিংহে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
আজ (২৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিক্রেতাদের ৩ দফা দাবি
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফার্টিলাইজার এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম বাবুল, সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ওসমান গনি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বক্তারা অবিলম্বে তাঁদের তিন দফা দাবি পূরণের আহ্বান জানান। দাবিগুলো হলো:
১. সার নীতিমালা ২০০৯ বহাল রাখা। ২. খুচরা বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখা। ৩. টি ও লাইসেন্স প্রদান করা।
মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের নেতারা তাঁদের ৩ দফা দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
