নোয়াখালী পৌরসভা গেট এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, আহতদের ঢাকায় প্রেরণ

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক হজ্বযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নোয়াখালী পৌরসভা গেট এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে।
নিহত ও আহতদের পরিচয়
মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম এ কে আজাদ (৫৫)। তাঁর বাড়ি নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে এবং তিনি উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।
আহতরা হলেন— আজাদের স্ত্রী নাছিমা বেগম (৩৭), মা নূরজাহান বেগম (৭০) এবং ভাতিজা মো. রিমন (১৮)। রিমন ছাড়া নিহত ও আহত তিনজনই সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে রাতে একটি উড়োজাহাজে দেশে ফেরেন।

বিমানবন্দর থেকে ফেরার পথে দুর্ঘটনা
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী ও মাকে নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলে মো. রিমন একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁদের আনতে বিমানবন্দরে যান। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ জন্মস্থানের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর নোয়াখালী পৌরসভা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এ কে আজাদের স্বজন মো. রাশেদ জানান, ঘটনাস্থলেই আজাদ মারা যান। আহত স্ত্রী, মা ও ভাতিজাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাসটির চালকের খোঁজ মিলছে না। পুলিশের ধারণা, চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
সুধারাম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. রহমান বলেন, খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
