
বুসানে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিং। ৩০ অক্টোবর, ২০২৫ছবি: রয়টার্স
বিবিসি ও রয়টার্স।
আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসানে আজ বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প নিজেই এ কথা বলেছেন।
- পরবর্তী সফর: ট্রাম্প জানান, তাঁর সফরের পর কোনো এক সময় সি চিন পিং যুক্তরাষ্ট্রে যাবেন, যা ওয়াশিংটন ডিসি বা ফ্লোরিডার পাম বিচে হতে পারে।
- বৈঠক মূল্যায়ন: ট্রাম্প বৃহস্পতিবারের বৈঠককে ‘দারুণ সফল’ বলে বর্ণনা করে বলেন, সি এবং তিনি প্রায় সব বিষয়ে একমত হতে পেরেছেন।

বুসানে বৈঠক শেষে বেরিয়ে আসার সময় এভাবে সি চিন পিংয়ের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলেন ডোনাল্ড ট্রাম্প ও। ৩০ অক্টোবর, ২০২৫
ছবি: রয়টার্স
বৈঠকে আলোচনার মূল বিষয়
| আলোচনার বিষয় | গৃহীত সিদ্ধান্ত |
|---|---|
| শুল্ক হ্রাস | চীনা পণ্যের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সাধারণ শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। |
| বিরল খনিজ | বিরল খনিজ বাণিজ্য নিয়ে সব মতবিরোধের নিষ্পত্তি হয়েছে। ট্রাম্প বলেন, বিরল খনিজ পেতে চীনের পক্ষ থেকে আর কোনো বাধা থাকবে না, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। |
| সয়াবিন | চীন যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি পরিমাণে সয়াবিন কেনা শুরু করবে। |
| ফেন্টানিল | সি চিন পিং তাঁর দেশে ফেন্টানিলের উপাদানের প্রবাহ বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছেন। |
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাদের অসাধারণ সাফল্যের জন্য তাঁরা আমাকে অভিনন্দন জানিয়েছেন।”
