
বাংলাদেশ সরকারের লোগো।
বিশেষ প্রতিবেদক, ঢাকা।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তিনটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দকৃত ৪ হাজার ৯৩০ কোটি টাকার কোনো টাকাই খরচ করতে পারেনি।
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ চিত্রে এই তথ্য পাওয়া গেছে।
যে ৩ মন্ত্রণালয় ও বিভাগ খরচ করতে পারেনি
| মন্ত্রণালয়/বিভাগ | মোট প্রকল্প | বরাদ্দ (কোটি টাকা) |
|---|---|---|
| স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ | ১৪টি | ৪,৮০৯ কোটি টাকা |
| পররাষ্ট্র মন্ত্রণালয় | ৪টি | ১২১ কোটি টাকা |
| সংসদবিষয়ক সচিবালয় | ১টি | ০.২০ কোটি টাকা (২০ লাখ টাকা) |
| মোট | ২০টি | ৪,৯৩০ কোটি টাকা |
সামগ্রিক এডিপি বাস্তবায়ন
- বাস্তবায়ন হার: জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার ছিল মাত্র ৫ দশমিক শূন্য ৯ শতাংশ।
- খরচ: চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সব মিলিয়ে খরচ হয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১ হাজার ৫৭ কোটি টাকা কম।
চলতি অর্থবছরে সরকার ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নিয়েছে, যার আওতায় ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
