নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই শাপলা প্রতীকটি দাবি করে আসছিল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিধিমালায় সংশোধন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করেছে।
প্রজ্ঞাপন অনুসারে, বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নতুন উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। এর অর্থ, প্রতীক তালিকায় নতুন করে ‘শাপলা কলি’ প্রতীকটি যোগ হলো।
প্রতীক তালিকায় এই সংযোজন রাজনৈতিক দলগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি করল।
