
আনু মুহাম্মদ
বিশেষ প্রতিবেদক।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নির্বাচনের আয়োজন করা। সেটি সুষ্ঠুভাবে করা, যাতে গত ১৫ বছরের অভিজ্ঞতার পরিবর্তন ঘটে এবং মানুষ যেন নিরাপদে ও সুস্থভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট দিতে পারে। সংঘাত বা সহিংসতা যেন না হয়, কিংবা রাষ্ট্র বা সরকারের কোনো পক্ষপাত যেন দেখা না যায়—এগুলোই এই সরকারের প্রধান দায়িত্ব।
সরকারের ভূমিকা ও করণীয়
অর্থনীতিবিদ আনু মুহাম্মদ মনে করেন, সরকার এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করবে।
- তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা: বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার কথা বলা হলেও, সংস্কার কমিশনের সিদ্ধান্ত এবং আদালতের রায় অনুসারে এই অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে, তাতে কোনো সমস্যা নেই।
- পক্ষপাতহীনতা নিশ্চিত করা: সরকারের যা নিশ্চিত করতে হবে, তা হলো—সরকার যেন পক্ষপাতহীন থাকে।
- প্রশাসনিক সংস্কার: সরকার প্রশাসন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোকে দক্ষতার সঙ্গে বিন্যাস, পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় পরিবর্তন করবে।
