
আইফোনের মতোই জরুরি সেবায় লাইভ ভিডিও পাঠানোর সুবিধা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে চালু করতে পারে গুগলরয়টার্স
প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১১
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, জরুরি মুহূর্তে নির্ভরযোগ্য সহায়ক সরঞ্জামও। দুর্ঘটনা বা বিপদের সময় ব্যবহারকারীরা ফোনের মাধ্যমে দ্রুত প্রিয়জনদের খবর দেওয়ার পাশাপাশি সরাসরি জরুরি সেবায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরই মধ্যে অ্যাপল তাদের ফোনে ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’-সুবিধা চালু করেছে। এবার এই তালিকায় যুক্ত হতে পারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনও।
কীভাবে কাজ করবে এই সুবিধা?
গত বছর অ্যাপল ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও-সুবিধা চালু করে। এই সুবিধার মাধ্যমে জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোনের ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন। এই ভিডিও বা ছবি ব্যবহারকারী নিজে সংরক্ষণ করতে না পারলেও জরুরি সেবাকর্মীরা তা সংরক্ষণ করতে পারেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে সম্প্রতি কিছু নতুন কোড শনাক্ত করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘শেয়ার লাইভ ভিডিও’ এবং ‘ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইওর ক্যামেরা টু ভিউ দিস ইমার্জেন্সি।’ এই কোডগুলো থেকে ধারণা করা হচ্ছে যে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও শিগগিরই জরুরি সেবার সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন।
আনুষ্ঠানিক ঘোষণা ও সীমাবদ্ধতা
এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোনে জরুরি মুহূর্তে লাইভ ভিডিও-সুবিধা চালুর বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ বিষয়ে এটি সব অ্যান্ড্রয়েড ফোনে চালু হবে, নাকি শুধু গুগলের পিক্সেল ফোনেই সীমাবদ্ধ থাকবে, তা এখনো পরিষ্কার নয়।
উল্লেখ্য, বর্তমানে গুগলের পিক্সেল ফোনে সীমিত পর্যায়ে জরুরি ভিডিও ধারণের সুবিধা চালু রয়েছে। এই সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত ভিডিও ধারণ করার পর ১৫ সেকেন্ডের মধ্যে ভিডিওর লিংক স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত জরুরি নম্বরে পাঠানো যায়। তবে, এটি অ্যাপলের মতো সরাসরি লাইভ ভিডিও স্ট্রিমিং নয়। আরও পড়ুন (
ইন্ডিয়া টুডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হলো: