
মাইক্রোসফট অফিসের একাধিক সংস্করণে প্রযুক্তি সহায়তা দেবে না মাইক্রোসফটছবি: রয়টার্স।
প্রযুক্তি ডেস্ক।
অফিস ২০১৬ ও অফিস ২০১৯ সংস্করণের জন্য আর কোনো প্রযুক্তি সহায়তা দেবে না মাইক্রোসফট। ১৪ অক্টোবর থেকে এই দুটি সংস্করণের জন্য আর কোনো নিরাপত্তা হালনাগাদ, ত্রুটি সংশোধন বা প্রযুক্তিগত সহায়তা দেবে না প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সহায়তা না পেলেও সফটওয়্যার দুটি ব্যবহার করা যাবে, তবে ব্যবহারকারীরা সাইবার হামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে থাকবেন বলে মাইক্রোসফট জানিয়েছে।
সহায়তা বাতিলের কারণ
- অফিস ২০১৬: এই সংস্করণের প্রধান সহায়তা কার্যক্রম শেষ হয়েছিল ২০২০ সালের অক্টোবরে।
- অফিস ২০১৯: এর তিন বছর পর অফিস ২০১৯ সংস্করণেরও সহায়তা কার্যক্রম শেষ হয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, পুরোনো সংস্করণগুলো ব্যবহার করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং উৎপাদনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব নতুন সংস্করণে স্থানান্তরের প্রস্তুতি নিতে হবে।
অন্যান্য বাতিলকৃত সহায়তা
- স্কাইপ ফর বিজনেস: স্কাইপ ফর বিজনেস ২০১৬ ও ২০১৯ সংস্করণের সহায়তাও এই সপ্তাহে শেষ হয়েছে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে এর ব্যবহারকারীদেরও দ্রুত নতুন সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
- উইন্ডোজ ১০: এই সপ্তাহ থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এই সমস্যা সমাধানে দ্রুত উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।