‘আওয়ামী লীগ-জাপা খুনিদের দোসর; তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই’

ময়মনসিংহে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সন্ধ্যায় নগরের একটি হোটেলে।ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য হয়, তাহলে নির্বাচনী জোট হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এনসিপির কমিটি গঠন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের চার জেলার আহ্বায়ক এবং সদস্যসচিবের সাক্ষাৎকার গ্রহণ শেষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জোট গঠনের শর্ত
সারজিস আলম বলেন, নির্বাচনী জোটের জন্য নিম্নলিখিত বিষয়গুলোতে ঐকমত্য হওয়া জরুরি:
- জুলাই সনদ বাস্তবায়ন: দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকতে হবে।
 - বিচারিক প্রক্রিয়া: বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একমত থাকতে হবে।
 - অবস্থান: বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদবিরোধী এবং আওয়ামী ফ্যাসিস্টবিরোধী তাদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে।
 
তিনি জানান, এ বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমালোচনা
সারজিস আলম আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) অংশগ্রহণ করার কোনো অধিকার নেই উল্লেখ করে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন:
“এই জিএম কাদেররা এবং এঁদের যারা সাঙ্গপাঙ্গ আছে, এরা যে খুনিদের দোসর এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওই খুনিদের মদদদাতা, তার প্রমাণ এখনো পাওয়া যায়। তারা যখন বলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না!…তাদের জন্মদাতা যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে তাদের পেলেপুষে বড় করেছে, এর প্রমাণ তারা আবার নতুন করে দিচ্ছে।”
তিনি বলেন, এই খুনিদের আগামীর বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার নেই।
নির্বাচন কমিশন নিয়ে এনসিপি’র হুঁশিয়ারি
এনসিপি নেতা সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন তাঁদের শাপলা প্রতীক না দিয়ে শাপলা কলি দিয়েছে, যা এক ধরনের স্বেচ্ছাচারিতা। তিনি নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের প্রতিষ্ঠানের স্বাধীন সাংবিধানিক অবস্থা বজায় রাখে।
তিনি হুঁশিয়ারি দেন, “যদি কারও ভেতর পূর্বের মতো দলীয় আচরণের চিন্তা বা চেষ্টা থাকে, তাহলে তাদের পরিণতি তাদের পূর্বসূরিদের মতো হবে।”
আগামী নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ চলছে বলেও জানান সারজিস আলম।
