ফোর্বসের তালিকায় ল্যারি এলিসন দ্বিতীয়, বেজোস তৃতীয়; প্রযুক্তির হাতেই সম্পদ সৃষ্টির চাবিকাঠি

ইলন মাস্ক।ছবি
আন্তর্জাতিক ডেস্ক:
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের শীর্ষস্থানীয় ধনীর আসন ধরে রেখেছেন। চলতি মাসের ১ তারিখ ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ ১০ জন ধনীর যে তালিকা প্রকাশ করেছে, সেখানে ইলন মাস্কই শীর্ষে রয়েছেন। তাঁর সম্পদমূল্য আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কারণ আগামী ৬ নভেম্বর তাঁকে কোম্পানির অতিরিক্ত শেয়ার দেওয়ার বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে।
শীর্ষ ১০ ধনীর তালিকা ও সম্পদমূল্য
ফোর্বসের নভেম্বরের তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ তিন ধনীর সর্বশেষ সম্পদমূল্য নিম্নরূপ:
| স্থান | নাম | প্রতিষ্ঠান | সম্পদমূল্য (১ নভেম্বর) | গত মাসের তুলনায় পরিবর্তন |
| ১ম | ইলন মাস্ক | টেসলা, স্পেসএক্স | ৪৯৭ বিলিয়ন ডলার | ৬ বিলিয়ন ডলার বৃদ্ধি |
| ২য় | ল্যারি এলিসন | ওরাকল | ৩২০ বিলিয়ন ডলার | ২২ বিলিয়ন ডলার হ্রাস |
| ৩য় | জেফ বেজোস | অ্যামাজন | ২৫৪ বিলিয়ন ডলার | ২২ বিলিয়ন ডলার বৃদ্ধি |
ইলন মাস্কের সম্পদমূল্য কিছুদিন আগে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনিই হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার।
প্রযুক্তির উত্থান ও মাস্কের শেয়ার নিয়ে ভোট
- টেসলা: ইলন মাস্ক টেসলার ১২ শতাংশ শেয়ারের মালিক। আগামী ৬ নভেম্বর কোম্পানির অতিরিক্ত এক লাখ কোটি মার্কিন ডলারের শেয়ার তাঁকে দেওয়া হবে কি না, তা নিয়ে ভোট হবে। সেই প্রস্তাব পাস না হলে তিনি কোম্পানি ছাড়তে পারেন বলে জানিয়েছেন টেসলার চেয়ারম্যান রবিন ডেনহলম।
- জেফ বেজোসের আশা: তৃতীয় স্থানে থাকা অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস সম্প্রতি আশার কথা শুনিয়েছেন। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতিতে পৃথিবী ধ্বংসের পথে নয়, বরং নতুন সম্ভাবনা বা ‘সভ্যতার প্রাচুর্যের’ যুগে প্রবেশ করছে।
অন্যান্য শীর্ষ ধনী
ফোর্বসের তালিকায় চতুর্থ থেকে দশম স্থানে থাকা বাকি ধনীদের মধ্যে রয়েছেন:
- ল্যারি পেজ (গুগল, ২৩২ বিলিয়ন ডলার)
- মার্ক জাকারবার্গ (ফেসবুক, ২২৩ বিলিয়ন ডলার)
- সের্জেই ব্রিন (গুগল, ২১৫ বিলিয়ন ডলার)
- বার্নার্ড আর্নল্ট (এলভিএমএইচ, ১৮৩ বিলিয়ন ডলার)
- জেনসেন হুয়াং (এনভিডিয়া, ১৭৬ বিলিয়ন ডলার)
- স্টিভ বালমার (মাইক্রোসফট, ১৫৬ বিলিয়ন ডলার)
- মাইকেল ডেল (ডেল টেকনোলজিস, ১৫৫ বিলিয়ন ডলার)
শীর্ষ ১০ ধনীর এই তালিকা প্রমাণ করে যে, প্রযুক্তি ও উদ্ভাবনই বর্তমান বিশ্বে সম্পদ সৃষ্টিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে।
