ডা. শামসুল আরেফিন শক্তি বললেন, ‘পশ্চিমাদের বিকল্প তৈরি করতে আত্মনির্ভর হতে হবে’

মো. শাহরিয়ার ইসলাম
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বুটেক্স দাওয়াহ কমিউনিটি কর্তৃক আয়োজিত হলভিত্তিক দাওয়াহ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল “উদ্ভাবন, সহযোগিতা ও কর্মপ্রয়াস”।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বুটেক্সের শহীদ আজিজ হলে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
মূল বক্তব্য ও নৈতিকতার গুরুত্ব
অনুষ্ঠানটির মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামসুল আরেফিন শক্তি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের সাহাবি, তাবেয়ী এবং তাবে-তাবেয়ীগনদের যুগকে অনুসরণ করতে হবে। সেক্যুলার ধারণা ও ইসলাম একসঙ্গে কখনো চলতে পারে না।“
তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের গবেষণা ও চিন্তায় আত্মনির্ভর হয়ে পশ্চিমাদের বিকল্প তৈরি করতে হবে, নিজ নিজ অবস্থান থেকেই সেরা হওয়ার চেষ্টা করতে হবে।”
দাওয়াহ কমিউনিটির লক্ষ্য
দাওয়াহ কমিউনিটির সদস্যরা জানান, তাঁদের লক্ষ্য হলো জ্ঞানভিত্তিক একটি উম্মাহ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা।
- দাওয়াহ কমিউনিটির সদস্য মো. অনিক হাসান বলেন, “ছোট ছোট উদ্যোগগুলোই উম্মাহর পুনর্জাগরণের পথ খুলে দিতে পারে।”
- আরেক সদস্য রাফিউল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে আয়োজনের অসুবিধা থাকায় এখন হলভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতে বুটেক্সের অন্যান্য হলেও এমন প্রোগ্রাম হবে।
- দাওয়াহ কমিউনিটির উপদেষ্টা ইহসান ইলাহি সাবিক বলেন, “নফসের অনুসরণ নয়, ইসলামকে সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী চলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।”
বুটেক্সের ফ্রেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. এমদাদ সরকার দাওয়াহ কমিউনিটিকে অভিনন্দন জানিয়ে অন্যান্য হলেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
