
আটা। প্রতীকী ছবি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
বাজারে আটার দাম বেড়েছে, তবে শীতের আগাম সবজি আসায় কিছু সবজির দাম কমতির দিকে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
যেসব পণ্যের দাম বাড়ল
- আটা: খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে।
- খোলা আটা: ৪৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি।
- মোড়কজাত আটা (২ কেজি): ১০৫-১১০ টাকা থেকে বেড়ে ১১৫ থেকে ১২০ টাকা।
 
- মিনিকেট চাল: পাইকারিতে মঞ্জুর, সাগর, ডায়মন্ড ও আনোয়ার—এই চার ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে এক-দেড় টাকা বেড়েছে। তবে খুচরায় আগের দামেই (৮০-৮২ টাকা) বিক্রি হচ্ছে।
- চা-পাতা: শীত আসার আগেই প্যাকেটজাত চা-পাতার দাম বেড়েছে।
যেসব পণ্যের দাম কমলো বা স্থিতিশীল
- সবজি: শীতের আগাম সবজি বাজারে আসায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে এবং এখন ১০০ টাকা কেজির নিচে কেনা যাচ্ছে।
- বর্তমানে করলা, কাঁকরোল, বরবটি, ঢ্যাঁড়স, পটোল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল প্রভৃতি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা এক-দুই সপ্তাহ আগে ১০-২০ টাকা বেশি ছিল।
 
- ডিম ও মুরগি: ব্রয়লার, সোনালি মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।
- বাদামি ডিম (ডজন): ১৪০ টাকা।
- ব্রয়লার মুরগি (কেজি): ১৮০ থেকে ১৯০ টাকা।
- সোনালি মুরগি (কেজি): ২৯০ থেকে ৩২০ টাকা।
 
সয়াবিন তেলের বাজারে অস্থিরতা
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে। যদিও খুচরা বিক্রেতারা আগের দামে বিক্রি করছেন, তবে ডিলার পর্যায়ে দাম কিছুটা বেড়েছে। ফলে বিক্রেতাদের কমিশনের পরিমাণ কমে গেছে।

 
         
         
         
         
                       
        