
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দক্ষিণ কোরিয়ার গিয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবরটি নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।
মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক কঠোর স্বভাবের। অ্যাপেক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি মোদির চেহারা ও স্বভাবের মধ্যে বিপরীত দিকটি তুলে ধরেন। তিনি বলেন,
“মোদি দেখতে ভালো। তবে তিনি একজন খুনি, খুবই কঠোর।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে।
পাকিস্তান ও সংঘাত প্রসঙ্গে
একই সঙ্গে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেও ব্যাপক প্রশংসা করেন এবং বলেন, তারা দুজনই “দুর্দান্ত মানুষ”।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প আবারো দাবি করেন, তিনি উভয় দেশকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না বলে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরই পরমাণু অস্ত্র শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়।
ট্রাম্প আরও দাবি করেন, পাকিস্তান ভারতের সাতটি বিমান গুলি করে ভূপাতিত করেছে।
