
রাজশাহী নগরে বৃষ্টির মধ্যে গাছগুলো সজীব হয়ে উঠেছে। আজ সকালে পঞ্চবটি এলাকায় ছবি:
প্রতিনিধি, রাজশাহী।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে রাজশাহীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। গতকাল বুধবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হয় এবং আজ বৃহস্পতিবার সকালেও অব্যাহত ছিল। এই বৃষ্টিতে জমে থাকা ধুলাবালু ধুয়ে প্রকৃতিতে সজীবতা ফিরেছে এবং বায়ুদূষণও কমেছে। তবে অসময়ের এই বৃষ্টিতে কৃষকেরা কিছুটা দুশ্চিন্তায় আছেন।
বৃষ্টির তথ্য ও প্রভাব
- বৃষ্টিপাত: রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৭টা পর্যন্ত ২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
- পরিবেশে স্বস্তি: প্রায় তিন সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ায় নগরের বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। এই বৃষ্টির ফলে চারপাশ সতেজ হয়েছে এবং দূষণ কমেছে।
কৃষকদের দুশ্চিন্তা
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকদের মতে, কার্তিকের এই বৃষ্টি কৃষির জন্য লাভের চেয়ে ক্ষতির কারণ হতে পারে।
- আমন ও রবিশস্য: রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এখন আমন ধান পাকার মৌসুম এবং অনেক কৃষক ধান কাটা শুরু করেছেন। আবার রবিশস্যের জন্য জমি প্রস্তুতের কাজও চলছিল। বৃষ্টির কারণে এসব কাজ অন্তত দুই-তিন দিন পিছিয়ে যাবে।
- জমিতে পানি: পুঠিয়ার কৃষক মাহবুব হোসেন জানান, রসুন বপনের জন্য তৈরি জমিতে পানি জমে গেছে, ফলে কয়েক দিন অপেক্ষা করতে হবে। দুর্গাপুরের কৃষক রায়হান আলীর ফুলকপি খেতেও পানি জমে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে কৃষি বিভাগ জানিয়েছে, এখনই বৃষ্টি থেমে দ্রুত রোদ উঠলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
