
শেয়ার বাজার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই কর্তৃপক্ষ আল হারামাইন সিকিউরিটিজের শেয়ার লেনদেনের সনদ বাতিল করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নিয়ম অনুযায়ী মূলধন ও দায়দেনার শর্ত যথাযথভাবে পূরণ করতে না পারায় ডিএসই এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সনদ বাতিলের কারণ
- বিএসইসির আইন অনুযায়ী, ট্রেক সনদধারী হিসেবে মূলধন ও দায়দেনার ক্ষেত্রে কিছু নিয়ম পরিপালন করতে হয়।
- আল হারামাইন সিকিউরিটিজ সেই নিয়ম পরিপালনে ব্যর্থ হওয়ায় এবং কয়েক দফা সময় দেওয়ার পরও শর্ত পূরণ করতে না পারায় ডিএসই কর্তৃপক্ষ লেনদেনের সনদ বাতিল করে।
- এর ফলে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে আর শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে না।
গ্রাহকদের জন্য নির্দেশনা
আল হারামাইন সিকিউরিটিজের প্রায় শতাধিক বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী গ্রাহক ছিলেন। লেনদেন সনদ বাতিল হওয়ায় তাঁরা আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ারবাজারে লেনদেন করতে পারবেন না।
- ডিএসই জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের তহবিল ও সিকিউরিটিজ নিষ্পত্তি–সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, তা সংশ্লিষ্ট নথিপত্রসহ ১৩ নভেম্বরের মধ্যে ডিএসইকে লিখিতভাবে জানাতে হবে।
