
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আট বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে প্রকাশিত এই কমিটিতে পদ পেয়েছেন মোট ৪২০ জন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শাখা ছাত্রদলের এত বড় কমিটি না হওয়ায় শিক্ষার্থীরা এটিকে ‘ঢাউস’ কমিটি বলছেন।
কমিটির আকার ও গঠনতন্ত্র লঙ্ঘন
- আগের কমিটি: সর্বশেষ ২০১৭ সালে কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছিল, যার সদস্য সংখ্যা ছিল ২৪৩ জন।
- গঠনতন্ত্রের সীমা: শাখা ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সদস্য থাকার কথা মাত্র ৮১ জনের। ঘোষিত কমিটির সংখ্যা গঠনতন্ত্রের পাঁচ গুণের বেশি।
- পদ বিন্যাস: এতে ৫৫ জন সহসভাপতি, ৯২ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৬৩ জন সহসাধারণ সম্পাদক, ৬৪ জন সহসাংগঠনিক সম্পাদক ও ৬২ জন সদস্য পদে রয়েছেন।
- ছাত্রীর সংখ্যা: ৪২০ সদস্যের কমিটিতে ছাত্রী রয়েছেন মাত্র ১১ জন, যেখানে গঠনতন্ত্র অনুযায়ী অন্তত ১০ শতাংশ বা ৪২ জন ছাত্রী থাকার কথা।
নেতৃত্বের বক্তব্য
গঠনতন্ত্র না মেনে ‘ঢাউস’ কমিটি দেওয়ার বিষয়ে শাখা সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন:
”বহুদিন কমিটি না থাকায় সাংগঠনিকভাবে অনেককে মূল্যায়ন করতে হয়েছে, তাই সদস্যসংখ্যা এত বেশি। গত ১৫ বছর আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। সংগঠনের নেতাদের কারাগারে দেওয়া হতো, এ কারণে আগে কমিটি গোছানোর সুযোগ হয়ে ওঠেনি।”
ছাত্রীর সংখ্যা কম থাকার বিষয়ে তিনি জানান, নারী সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজন থাকলেও নারীদের রাজনীতিতে অংশ নেওয়ার ইচ্ছা কম, তবুও যাঁরা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন, তাঁদের সবাইকে গ্রহণ করা হয়েছে।

 
         
         
         
         
        