
ছবি: অ্যামাজনের ওয়েবসাইট থেকে নেওয়া
দৈনিক জাহান ডেস্ক।
বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন নতুন এক মোড় নিতে যাচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের শীর্ষ নির্বাহীরা রোবটের মাধ্যমে পাঁচ লাখের বেশি মানুষের কাজ প্রতিস্থাপন করার পরিকল্পনা করেছেন।
রোবটের মাধ্যমে কর্মসংস্থানে প্রভাব
- বর্তমানে: ২০১৮ সাল থেকে অ্যামাজনের যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মী সংখ্যা তিন গুণ বেড়ে প্রায় ১৫ লাখে দাঁড়িয়েছে। এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নিয়োগদাতা।
- পরিকল্পনা: কোম্পানির অটোমেশন টিমের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে রোবট ব্যবহার করে কাজ চালিয়ে নেওয়া হবে।
- এর ফলে অন্তত ১ লাখ ৬০ হাজার নতুন কর্মী নিয়োগের প্রয়োজন এড়ানো যাবে।
- প্রতিষ্ঠানটির প্রতিটি পণ্য প্যাকেজ ও সরবরাহে প্রায় ৩০ সেন্ট সাশ্রয় হবে।
