
ডাকসু ও হল সংসদ নেতারা বেলা দুইটার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালন করেন। ২৬ অক্টোবরছবি
প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ ও বরাদ্দকৃত অর্থ হস্তান্তরসহ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেন ডাকসু ও হল সংসদ নেতারা।
আজ রোববার দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ডাকসু নেতারা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন।
ডাকসু নেতাদের পদক্ষেপ
- ঘেরাও চলাকালীন নেতারা ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কক্ষে গিয়ে স্লোগান দেন।
- পরে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের আশ্বাসে তাঁরা ফিরে যান।
তিন দফা দাবি
আন্দোলনকারীদের প্রধান তিনটি দাবি ছিল:
১. হিসাব ও অর্থ হস্তান্তর: ২০১৯ সালের পর থেকে ডাকসু ও হল সংসদ ফি বাবদ আদায় করা অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং অর্থ ডাকসুর কাছে হস্তান্তর করা।
২. নিরাপদ ক্যাম্পাস: ক্যাম্পাস থেকে ভবঘুরে, টোকাই ও মাদক চক্র নির্মূলের মাধ্যমে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
৩. অপসারণ ও বিচার: জুলাই গণ–অভ্যুত্থানবিরোধী মিছিলে অংশ নেওয়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ প্রশাসনের সংশ্লিষ্ট শিক্ষক–কর্মকর্তাদের অপসারণ ও বিচারের আওতায় আনা।
