নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারীসহ মোট দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
দুর্ঘটনায় নিহতরা হলেন:
- মো. মামুন (৩০): মোটরসাইকেল চালক। তিনি সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের মো. রফিকের ছেলে।
- শমসের সাহা (৫৫): পথচারী। তিনি বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মৃত সীতারাম সাহার ছেলে।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে পথচারী শমসের সাহা সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় চৌমুহী চৌরাস্তা থেকে সোনাইমুড়ীগ্রামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা আফানিয়া এলাকায় তাঁকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল চালক মামুন ও পথচারী শমসের উভয়েই গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি।
