
বৈঠকের পর এনসিপির নেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্য উপদেষ্টারা। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
বিএনপি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছিল এবং উপদেষ্টা পরিষদে থাকা ‘দলঘনিষ্ঠদের’ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছিল। এর পরদিনই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
গতকাল বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।
এনসিপি’র জিজ্ঞাসা ও অবস্থান
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকালের বৈঠকে এনসিপি নেতারা মূলত বিএনপি ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা’ বলতে কী চাইছে এবং ‘দলঘনিষ্ঠ’ উপদেষ্টা আখ্যা দিয়ে কাদের সরাতে চাইছে—সেটা জানা-বোঝার চেষ্টা করেছেন।
- তত্ত্বাবধায়ক প্রসঙ্গে: বৈঠকে প্রধান উপদেষ্টার পক্ষে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্যাখ্যা করেন যে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে।
- এনসিপি’র ভিন্নমত: এনসিপি মনে করে, অন্তর্বর্তী সরকার গণ-অভ্যুত্থানের সরকার এবং এর ম্যান্ডেট হলো সংস্কার, বিচার ও নির্বাচন। হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শটি দুরভিসন্ধিমূলক। এনসিপি নেতারা এই মনোভাব বৈঠকে তুলে ধরেন।
অন্যান্য দাবি ও আলোচনা
এনসিপি নেতারা বৈঠকে আরও যেসব বিষয়ে আলোচনা করেছেন:
- দাবি: এনসিপি বিচার, জুলাই সনদ ও নির্বাচনের রোডম্যাপও (পথনকশা) চেয়েছে।
- গুরুত্বপূর্ণ বিষয়: বিচার কার্যক্রম ব্যাহত হওয়া, জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের হুমকি এবং নির্বাচন কমিশনের সংস্কার—এসব বিষয় গুরুত্ব পেয়েছে।
- উপদেষ্টা অপসারণ: এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জানান, নির্বাচনের আগে সরকার পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য ও যৌক্তিকভাবে করা হয়। কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নয়, বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকারে আছেন, তাঁদেরও যেন বাদ দেওয়া হয়, সে কথা বলা হয়েছে।
গতকালকের বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।