
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নিজস্ব প্রতিবেদক ঢাকা।
জনপ্রশাসনে বদলি–পদায়নে ‘ভাগ–বাঁটোয়ারা’ হচ্ছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপদেষ্টা পরিষদের ভেতর থেকে এই কাজে সহায়তা করা উপদেষ্টাদের বিরুদ্ধে পদক্ষেপ চেয়েছে। আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানিয়েছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে বেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
এনসিপি’র অভিযোগ ও দাবি
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জনপ্রশাসনে যেভাবে বদলি-পদায়নগুলো হচ্ছে, তা নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না। তাঁর ভাষ্যমতে:
- ভাগ-বাঁটোয়ারা: “প্রশাসনে বিভিন্ন ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি ভাগ-বাঁটোয়ারা করছে। নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে।”
- উপদেষ্টাদের সংশ্লিষ্টতা: তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সঙ্গে এ ব্যাপারে সহায়তা করা হচ্ছে।
- দাবি: তিনি সতর্ক করে বলেন, এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। তাই তিনি প্রধান উপদেষ্টার কাছে “উপদেষ্টা পরিষদে যাঁদের বিরুদ্ধে অদক্ষতা-দুর্নীতি ও রাজনৈতিক দলীয় পক্ষপাতের সংশ্লিষ্টতা রয়েছে, তাঁদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
ছবি: মীর হোসেন
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এনসিপি’র অবস্থান
বিএনপি গতকাল প্রধান উপদেষ্টার কাছে সরকারকে ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা’ নেওয়ার দাবি জানিয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন:
- জুলাই সনদ: তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি জুলাই সনদের আওতাধীন।
- গণভোট: এ বিষয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, তবে গণভোটের পরেই এ বিষয়ে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই।
- সতর্কতা: তিনি মন্তব্য করেন, এই কথা (এখনই তত্ত্বাবধায়ক সরকারে যাওয়া) যদি কেউ বলে থাকে, তবে তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে।