
এক ছাত্রকে বহিষ্কার ও শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার রাতে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
ইসলাম ধর্ম ও মুসলিম নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২১তম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে বুয়েটের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন।
গ্রেপ্তার ও অভিযোগ
- গ্রেপ্তার: আজ বুধবার দুপুরের দিকে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে গতকাল রাতে বুয়েট কর্তৃপক্ষ মামলা করে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
- মামলার এজাহার: মামলার এজাহারে বলা হয়েছে, শ্রীশান্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ছদ্মনাম ব্যবহার করে ইসলাম ও মুসলিম নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন।
- প্রভাব: তাঁর করা বিদ্বেষমূলক মন্তব্য শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং এর পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মনে গভীর উদ্বেগ তৈরি হয়।