‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ স্লোগানে র্যালি ও আলোচনা সভা

রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় এবং বিভাগ ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বেলুন উড়িয়ে র্যালিটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
আলোচনা সভা ও গুরুত্বারোপ
র্যালি শেষে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাছুদ প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ পরিসংখ্যান বিভাগের বিভাগীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক ফিরোজ ইবনে ইউসুফ। তিনি পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইবনে মিজান।