
আর্জেন্টিনার একাদশে অভিষিক্ত হন মাস্তানতুয়োনো। বুয়েনস এইরেসে আজ ভেনেজুয়েলার বিপক্ষেএএফপি
খেলা ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৩
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ সামনে রেখে গত ১৮ আগস্ট ৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে ফরোয়ার্ড আনহেল কোরেয়া ও লেফটব্যাক ফাকুন্দো মেদিনাকে বাদ দিয়ে গত ২৯ আগস্ট ২৯ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়।
তিন নতুন মুখ ১৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ক্লদিও এচেভেরি, ২৪ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও স্ট্রাইকার জোসে ম্যানুয়েল লোপেজকে আর্জেন্টিনার চূড়ান্ত দলে রাখেন স্কালোনি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে তাদের কাউকেই স্কোয়াডে রাখেননি আর্জেন্টিনা কোচ। ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর অভিষেক ঘটেছে আর্জেন্টিনার একাদশে। আরেক তরুণ থিয়াগো আলমাদাও খেলেন একাদশে। তবে তাঁকে উঠতি বলার সুযোগ নেই।