নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১: ২৯

২০২৬ সালের এসএসসি পরীক্ষার তিনটি বিষয়ে প্রশ্নকাঠামো ও নম্বর পরিবর্তন করা হয়েছেফাইল ছবি
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় তিনটি বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই পরিবর্তন এনেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং—এই তিনটি বিষয়ের সংশোধিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে।
আইসিটি বিষয়ের পরিবর্তন
আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদে আগের বহুনির্বাচনী অংশের ১৫ নম্বরের সঙ্গে অতিরিক্ত ১০ নম্বর যুক্ত করে মোট ২৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে। অন্যান্য বিষয়ের বিস্তারিত নম্বর বিভাজন ও প্রশ্নকাঠামো শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।