
বিশেষ প্রতিনিধি, ঢাকা।
সোনার দাম কত উঁচুতে উঠতে পারে?’—এ প্রশ্ন এখন অনেকেরই। কারণ, সোনার দাম ক্রমেই বাড়ছে, এবং নিত্যনতুন রেকর্ড করছে। সোনা এখন ৪ হাজার ২০০ ডলারের সীমা ভেঙেছে, যেটিকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ‘গোল্ড রাশ’।
চলতি ২০২৫ সাল সোনার জন্য একটি অবিশ্বাস্য বছর। এই বছর সোনার দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশের বেশি, যা ১৯৭৯ সালের পর সেরা বছর হতে পারত। শুধু সোনাই নয়, মূল্যবান অন্য ধাতু—প্লাটিনামের দাম ৮০ শতাংশ আর রুপার ৭৫ শতাংশ—সবগুলোই একসঙ্গে ঊর্ধ্বমুখী।
দাম বাড়ার কারণ: অনিশ্চয়তার প্রতিফলন
বিশেষজ্ঞরা বলছেন, সোনা কাজ করে একধরনের ‘বিশ্ব উদ্বেগের ব্যারোমিটার’ হিসেবে। পৃথিবীতে যখন অর্থনৈতিক বা ভূরাজনৈতিক টানাপোড়েন বাড়ে, তখন মানুষ সোনার দিকে ঝোঁকে।
- ভূরাজনৈতিক অস্থিরতা: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক–যুদ্ধ নতুন করে উত্তপ্ত হওয়ায়।
- অর্থনৈতিক দুর্বলতা: অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে মনে হওয়ায়।
- কেন্দ্রীয় ব্যাংকের নীতি: ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ইঙ্গিত, বছরের শেষে আরও একটি সুদের হার কমানো হতে পারে।
বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব
এই ‘গোল্ড রাশ’ বিনিয়োগকারীদের মানসিকতা পরিবর্তনের ইঙ্গিত দেয়। সিটাডেল ইনভেস্টমেন্ট ফার্মের প্রধান কেন গ্রিফিন বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো এবং ব্যক্তিগত বিনিয়োগকারীরাও ডলারের পরিবর্তে সোনাকে নিরাপদ আশ্রয়স্থল মনে করছে।
বিশেষজ্ঞরা মনে করেন, যখন কোনো দেশের মুদ্রা বা বন্ডের ওপর বিশ্বাস কমে যায়, তখন মানুষ এমন সম্পদের দিকে যায়, যার কোনো তৃতীয় পক্ষ বা সরকার নেই। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই সোনাকে এতটা উঁচুতে তুলেছে।