বৈশ্বিক অস্থিরতার জেরে দুদিন না পেরোতেই ভরিতে দাম বাড়ল ১,৬৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশ্বিক বাজারে সোনার দামের ওঠানামার প্রভাব ধরে রেখে দেশের বাজারেও সোনার দাম বাড়ল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভালো মানের সোনার নতুন দাম ভরিপ্রতি ২ লাখ ১ হাজার ১৭৬ টাকা হবে।
আজ শনিবার রাতে বাজুস সোনার দাম বাড়ানোর নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন দর আগামীকাল রোববার (৩ নভেম্বর) থেকে কার্যকর হবে।
দাম বাড়ার কারণ ও পুরনো প্রবণতা
বৈশ্বিক অস্থিরতার জেরে দেশের বাজারে দাম বাড়া-কমা চলছে। এর আগে টানা তিন দিন দাম কমায় ভালো মানের সোনার দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছিল। তবে গত বুধবার বাজুস আবারও একলাফে ৮ হাজার ৯০০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দিলে সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে দাম কিছুটা কমানো হলেও তা দুই লাখ টাকার নিচে নামেনি।
সোনার নতুন দর
বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, আগামীকাল রোববার থেকে প্রতি ভরি সোনার অলংকার কিনতে ক্রেতাকে নিম্নোক্ত হারে মূল্য পরিশোধ করতে হবে:
| ক্যারেট | দাম বৃদ্ধি | নতুন দাম (প্রতি ভরি) |
| ২২ ক্যারেট (ভালো মান) | ১ হাজার ৬৮০ টাকা | ২ লাখ ১ হাজার ১৭৬ টাকা |
| ২১ ক্যারেট | ১ হাজার ৫৯৮ টাকা | ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা |
| ১৮ ক্যারেট | ১ হাজার ৩৬৫ টাকা | ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা |
| সনাতন পদ্ধতি | ১ হাজার ১১৬ টাকা | ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা |
বর্তমানে (আজ শনিবার) ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৪ হাজার ২৪৬ টাকা।
