
সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যা, জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে অধ্যাদেশ জারিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদের নেতারাছবি: মোশতাক আহমেদ।
পড়াশোনা ডেস্ক।
ঢাকার বড় সাতটি সরকারি কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগে আপত্তি জানিয়েছে বিসিএস ২৫টি ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এসব কথা বলেন।
আপত্তির মূল কারণ
- সমাধানের উপায়: পরিষদের নেতারা মনে করেন, সাত কলেজের জন্য একটি অধিভুক্তমূলক বিশ্ববিদ্যালয় (অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো) করে বিরাজমান সংকটের সমাধান সম্ভব।
- বিশেষজ্ঞের মতামতের গুরুত্ব: পরিষদের সমন্বয়ক আহমেদ আলী চৌধুরী ইকবাল লিখিত বক্তব্যে বলেন, মূল অংশীজনদের এড়িয়ে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করায় সংকট ঘনীভূত হয়েছে। গণভোটে নয়, বরং শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের সুপারিশের আলোকে সিদ্ধান্ত নেওয়া উচিত।
- শিক্ষার মান: ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, “আমরা চাই সাত কলেজের জন্য একটি অ্যাফিলিয়েটিং (অধিভুক্তমূলক) ইউনিভার্সিটি হোক এবং কলেজগুলোর আর্থিক স্বাধীনতা ও সুযোগ-সুবিধা দিলে শিক্ষার মান অবশ্যই বাড়বে।”
সংবাদ সম্মেলনে নেতারা ২৫ ক্যাডারের বৈষম্য দূর করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধ্যাদেশ জারির দাবিও জানান।
