
রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাছবি:
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকার ‘প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে’। ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) ও বিএনপি—উভয় দলই সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনায় তিনি এই মন্তব্য করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঐকমত্য কমিশন ও সংকট
- প্রতারণার অভিযোগ: মান্না বলেন, “কিছুদিন আগে এনসিপি বলেছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। এখন বিএনপি বলছে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। সরকার এখন প্রতারকের কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে।”
- ভুল সিদ্ধান্ত: তিনি মনে করেন, সবার ধারণা ছিল নোট অব ডিসেন্ট বা ভিন্নমতসহ সংস্কার প্রস্তাবগুলো গণভোটে যাবে। কিন্তু নোট অব ডিসেন্ট বাদ দিয়ে ঐকমত্য কমিশন একটা বাজে কাজ করেছে।
- রাজনৈতিক দায়িত্ব: দেশে চলমান সংকট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বেরোনোর উপায় বের করতে হবে। তিনি সতর্ক করে বলেন, দলগুলো একে অপরকে হুমকি দিলে সমস্যার সমাধান হবে না, বরং অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে।
নির্বাচনী জোটের সম্ভাবনা
মাহমুদুর রহমান মান্না জানান, বিএনপি ও গণতন্ত্র মঞ্চ যুক্ত হয়ে কীভাবে নির্বাচন করতে পারে, সেটি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।
- আলোচনা: প্রার্থিতার বিষয়ে আলোচনা শুরু হয়েছে এবং এটি চলবে। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ আরও তিনটি দলের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবে।
- বৃহত্তর ঐক্যের আহ্বান: তিনি বলেন, এসব দল চাইলে একসঙ্গে মিছিল-মিটিংও করতে পারে এবং নিজেদের মতো চলতে চলতে বৃহত্তর ঐক্য হলে সেটি সবার জন্যই ভালো হবে।
- রাজনীতি চর্চা: তিনি মনে করেন, নির্বাচনী সমঝোতা হলেও দলগুলোকে নিজেদের মতো করে রাজনৈতিক চর্চা অব্যাহত রাখতে হবে।
ডাকসুর সাবেক এই ভিপি মনে করেন, এখন নির্বাচন আসন্ন হওয়ায় উপদেষ্টারা দ্রুত বিদায় নিতে চান এবং এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকেই মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করার দায়িত্ব নিতে হবে।
