
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ছবি: ফেসবুক থেকে নেওয়া।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং নিজেদের দাবিগুলো নতুন করে জানাতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় সনদে স্বাক্ষর না করার কথা কমিশনকে জানিয়েছে।
গতকাল শনিবার জাতীয় সংসদের এলডি হলে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়।
এনসিপি’র নতুন দাবি
এনসিপি কমিশনের কাছে নতুন একটি দাবি জানিয়েছে:
আগামী নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদে সংস্কারগুলো অনুমোদিত হওয়ার পর সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’ এবং বিভিন্ন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের এর অধীনে নতুন করে শপথ নিতে হবে।
জুলাই সনদ ও এনসিপি’র অবস্থান
- স্বাক্ষরে অনীহা: গত ১৭ অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি সই করেনি। গতকালের বৈঠকে কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হলেও এনসিপি আগের মতোই বলেছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা (আদেশ) দেখে তারপর স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
- রাষ্ট্রপতির আপত্তির পুনরাবৃত্তি: এনসিপি আবারও জোর দিয়েছে যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পরিবর্তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যাতে সনদ বাস্তবায়ন আদেশটি জারি করেন।
- বাস্তবায়নের প্রক্রিয়া: এনসিপি’র অবস্থান হলো, গণ-অভ্যুত্থানের ভিত্তিতে আদেশ জারি, এই আদেশের অধীনে গণভোট এবং পরবর্তী সংসদ গাঠনিক ক্ষমতা পাবে।
এনসিপির প্রতিনিধিরা কমিশনের কাছে সনদ বাস্তবায়ন আদেশের ‘কনটেন্ট’ দেখতে চেয়েছেন। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া এখনো চূড়ান্ত হয়নি এবং তারা আগেই তা প্রকাশ করতে চায় না।
