
আদালত। প্রতীকী ছবি।
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।
ফরিদপুরে শ্যালিকাকে (২৫) দলবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইসহ চারজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ও সাজা
| দণ্ডপ্রাপ্ত ব্যক্তি (সদরপুর, ফরিদপুর) | অপরাধের ধারা | সাজা |
|---|---|---|
| জাহাঙ্গীর ব্যাপারী (দুলাভাই), কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্কার ব্যাপারী | হত্যা | আমৃত্যু কারাদণ্ড + ৫০ হাজার টাকা জরিমানা |
| জাহাঙ্গীর ব্যাপারী, কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্কার ব্যাপারী | ধর্ষণ | যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড + ১ লাখ টাকা জরিমানা |
| মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারী | আলামত নষ্ট | ৫ বছর সশ্রম কারাদণ্ড + ২০ হাজার টাকা জরিমানা |
বি.দ্র. চারজন মূল দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দুটি সাজা একসঙ্গে ভোগ করবেন, তবে উভয় দণ্ডের আর্থিক জরিমানা তাঁদের দিতে হবে। রায় ঘোষণার সময় জাহাঙ্গীর ব্যাপারী ছাড়া অন্য সব আসামি আদালতে হাজির ছিলেন।
ঘটনার বিবরণ
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর গভীর রাতে জাহাঙ্গীর ব্যাপারী দলবল নিয়ে শ্যালিকার বাড়িতে গিয়ে তাঁর বোন এসেছেন জানিয়ে দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে আসামিরা ওই নারীকে ধর্ষণ এবং শ্বাস রোধ করে হত্যা করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারীর মা ২০১২ সালের ২৩ অক্টোবর আদালতে মামলা করেন।
