হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক আবু সাঈদের বিরুদ্ধে মামলা; মর্গে পরীক্ষার পর প্রকাশ

অলি আহমেদ
ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এক যুবতীর মৃতদেহকে লাশকাটা ঘরে নিয়ে যাওয়ার পথে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. আবু সাঈদ (জয়নাল আবেদীনের ছেলে) হালুয়াঘাট থানা পুলিশের লাশবাহক (লাশ টানার কাজে নিয়োজিত) হিসেবে কর্মরত ছিল।
যেভাবে ঘটনা ঘটল
থানা পুলিশ সূত্র জানায়, গত ১৯ অক্টোবর হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় এলাকার এক যুবতী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশবাহক আবু সাঈদের মাধ্যমে মাহেন্দ্রযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) মর্গে পাঠায়।
অভিযোগ উঠেছে, মর্গে মৃতের স্বজনরা উপস্থিত না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত আবু সাঈদ মৃত যুবতীর লাশকে ধর্ষণ করে।
ময়নাতদন্তে প্রকাশ
পরবর্তীতে সংশ্লিষ্ট ময়নাতদন্তকারী চিকিৎসক হালুয়াঘাট থানা পুলিশকে জানান যে, মৃত যুবতীর যৌনাঙ্গে তাজা বীর্য পাওয়া গেছে। চিকিৎসকের ধারণা, ওই মৃত যুবতীর লাশের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই জঘন্য অপরাধের ঘটনা প্রকাশ হওয়ার পর অভিযুক্ত আবু সাঈদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। লাশকাটা ঘরে নিয়ে যাওয়ার সময় এমন বর্বর ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।