সহ-সভাপতি পদে ত্রিমুখী লড়াই, জমজমাট বসুরহাট বাজার

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
আর মাত্র কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল পরিচিত ও জনপ্রিয় জাতীয় পুরস্কার প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর কার্যকরী কমিটির নির্বাচন। মোট ১২টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও ৩টি ওয়ার্ডের পরিচালকসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়, এখন সহ-সভাপতি পদসহ ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সহ-সভাপতি পদে ত্রিমুখী লড়াই
শেষ মুহূর্তে এসে এই নির্বাচন বেশ জমে উঠেছে, বিশেষ করে সহ-সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এই পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন:
| প্রার্থীর নাম | প্রতীক |
| জামাল উদ্দিন টিপু | উড়োজাহাজ |
| দলিল লিখক জাকের হোসেন আমিন | দেয়াল ঘড়ি |
| নুর হোসেন রতন | রিকশা |
আজ শুক্রবার বন্ধের দিনও বসুরহাট বাজার ছিল বেশ জমজমাট ও লোকে লোকারণ্য।
ভোট গ্রহণ ও প্রস্তুতি
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে বসুরহাট পৌরসভা মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন নব-নির্বাচিত সভাপতি আবদুল মতিন লিটন, নির্বাচন কমিশনার আবু তোয়াহা এবং সমিতির সদস্য মো. কামাল উদ্দিন। নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
