
যমুনা রেলসেতুর পিলারের নিচে বেশ কিছু স্থানে ‘হেয়ার ক্র্যাক’ দেখা দিয়েছেছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
প্রতিনিধি, সিরাজগঞ্জ
যমুনা রেলসেতুর পশ্চিম প্রান্তে কয়েকটি পিলারের নিচে ‘ফাটল’ দেখা দেওয়ার ছবি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই ছবি নিয়ে অনেকেই সেতুর নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন।
কর্তৃপক্ষের ব্যাখ্যা
রেলসেতু কর্তৃপক্ষ ফাটলের অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য অনুযায়ী:
- ফাটল নয়: এটি ফাটল নয়, বরং প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ‘হেয়ার ক্র্যাক’ বা ‘চুলের মতো’ ক্ষুদ্র ফাঁকা।
- ক্ষতিহীন: এই হেয়ার ক্র্যাক নির্মাণকাজের কোনো ত্রুটি নয় এবং এতে সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার কোনো ক্ষতি হবে না। ফলে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়বে না।
- মেরামত: যমুনা রেল সেতু কর্তৃপক্ষের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মার্ক হ্যাবি জানিয়েছেন, শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র ফাঁকা স্থানগুলোতে ইতিমধ্যে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের কাজ চলছে।
যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী নাইমুল হক বলেন, একটি মহল অসৎ উদ্দেশ্যে হেয়ার ক্র্যাককে আরও বড় দেখিয়ে ফেসবুকে পোস্ট করে আতঙ্ক ছড়িয়েছে।
উল্লেখ্য, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই রেলসেতুটি গত বছরের ১৮ মার্চ উদ্বোধন করা হয়।
