
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির দেওয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন মনোনয়নবঞ্চিত এক নেতার অনুসারীরা। তারা রাস্তার ওপর শুয়ে অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
এই আসনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে। বিক্ষোভকারীরা জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক ও নেতাকর্মী।
বিক্ষোভ ও অবরোধ
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে সোমবার রাত ৮টার সময় গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় এই কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভের ফলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকসহ অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিক্ষোভ স্থানীয় বিএনপিতে বিভেদ ও অসন্তোষের চিত্র তুলে ধরেছে।
