
স্বেচ্ছাসেবক দল কর্মী সম্মেলন অনুষ্ঠিত।ছবি
মুক্তাগাছা প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি এবং ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এম. আসাদ আলী হিরন।
সম্মেলনটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান পরাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মী হচ্ছে বিএনপির প্রাণ। এই দুঃসময়ে সাহসের সাথে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে হবে। আজকের কর্মী সম্মেলনই ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি রচনা করবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মাজহারুল হক খান সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু ও মতিউর রহমান খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ রব্বানী টুটুল। এছাড়াও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় ঐক্য সুসংহত করে সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একইসাথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।