জামালপুর প্রতিনিধি
প্রকাশ:২৩ শে সেপ্টেম্বর, ২০২৫,সময়:০৭:১৫

জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে সিজারিয়ান অপারেশনে (ওটি) অব্যবস্থাপনা ও চিকিৎসাগত ত্রুটির কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সাময়িকভাবে সিলগালা করেছেন। এর আগে ২২ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে সাদিয়া আক্তার কল্পনা (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সাদিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে নেওয়ার পথে তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, রোগীর শরীরে স্বাভাবিকের চেয়ে অর্ধেক হিমোগ্লোবিন ছিল। সিজারিয়ান অপারেশনের আগে রক্ত সরবরাহ করে রোগীর শরীরকে প্রস্তুত করা উচিত ছিল। সেটি না করায় জটিলতা সৃষ্টি হয়।জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসপাতালের ওটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।