
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকা ঘিরে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে তীব্র উত্তাপ ছড়িয়েছে। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে মনোনয়ন দেওয়ায় তা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোমবার রাতেই শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হিরণকে গৌরীপুর বিএনপির প্রাণ উল্লেখ করে মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানান।
- হিরণের স্ত্রীর বক্তব্য: হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর বলেন, “১৭ বছর ধরে আমার স্বামী দলের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। কখনও ছিলেন জেলে, কখনও পালিয়ে বেড়িয়েছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলেন কারাগারে, আমি মেয়েকে নিয়ে ছিলাম রাজপথে।”
 - কঠোর কর্মসূচির হুঁশিয়ারি: পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, “হিরণ গৌরীপুর বিএনপির প্রাণ। আন্দোলন-সংগ্রামে তিনি অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছেন। তাঁর মনোনয়ন বাতিল না করা হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।“
 
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয় সহ ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান
এদিকে, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান। তিনি দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের নির্দেশনা ব্যতীত কাউকে আনন্দ মিছিল না করার অনুরোধ জানিয়েছেন।
