স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহে বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
সভায় আসন্ন ১৪তম জাতীয় মহিলা ক্রিকেট লীগ ২০২৫-২৬ নিয়ে প্রধানত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, লীগে অংশগ্রহণকারী ময়মনসিংহ মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়বৃন্দ, কোচ ও টিম ম্যানেজমেন্ট-এর প্রতি শুভকামনা জানান। একই সাথে তিনি আশা ব্যক্ত করেন যে, জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।
