সাক্ষাৎকার নিয়েছেন: মাসুদ আলম
প্রকাশের তারিখ: ২৩-০৯-২০২৫

বাংলাদেশী নারী ফুটবলার তহুরা খাতুন, যিনি একসময় খাল-বিলে মাছ ধরে বড় হয়েছেন, বর্তমানে ভুটানে খেলছেন। সেখানকার লিগে নিজের অভিজ্ঞতা, দেশের নারী ফুটবল এবং ব্যক্তিগত নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন।
ভুটানে খেলার অভিজ্ঞতা
ভুটান লিগে প্রথমবারের মতো খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তহুরা বলেন, “ওদের সবকিছু গোছানো। আমাদের দেশে মেয়েদের লিগটা নিয়মিত হয় না, হলেও এক মাসেই শেষ। এখানে লিগটা পেশাদার আর ছয় মাসব্যাপী হচ্ছে। আমাদের দেশে অনেক বড় বড় ক্লাব আছে, ব্যবসায়ী আছে, কিন্তু মেয়েদের ফুটবলে তারা আসে না।”
তিনি আরও বলেন, “এত বছর ধরে আমরা ভালো রেজাল্ট করছি, কিন্তু আমাদের দেশের কোনো দল নেই মেয়েদের এএফসি চ্যাম্পিয়নস লিগে। কিন্তু ভুটানের আছে।”

দেশের বাইরে খেলতে গেলে পরিবারকে মিস করেন তহুরা
নিজের ক্লাব সম্পর্কে
ভুটানের থিম্পু রয়েল কলেজ ক্লাব সম্পর্কে তিনি বলেন, “এটা দারুণ ক্লাব। আমি আর ছোট শামসুন্নাহার আছি এই ক্লাবে। কলেজ চত্বরেই আমাদের দুজনকে রাখা হয়েছে। ক্লাবটা এফসি চ্যাস্পিয়নস লিগেও খেলেছে। এই দলের বেশিরভাগ খেলোয়াড় স্কলারশিপে লেখাপড়া করে। ক্লাবটির মালিক রয়েল থিম্পু কলেজ, সম্ভবত রাজ পরিবারের কেউ যুক্ত আছেন।”
দ্রষ্টব্য: আপনি যে শিরোনাম দিয়েছেন, সেই সংক্রান্ত সাক্ষাৎকারটি মূল লেখায় অন্তর্ভুক্ত করা হয়নি।