
মোহাম্মদ নাঈম। ফাইল ছবি।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে সমর্থকদের দুয়োর মুখে পড়েছিলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।
এই ঘটনার পর গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। তিনি খারাপ সময়ে সমর্থকদের পাশে থাকার অনুরোধ জানিয়ে লিখেছেন, “ভালোবাসা চাই, ঘৃণা নয়।”
নাঈম তাঁর পোস্টে লিখেছেন, “আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না—আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।”
তিনি আশা প্রকাশ করেছেন, ক্রিকেট মাঠে বাংলাদেশ শিগগিরই ঘুরে দাঁড়াবে।