টেক্সটাইল গবেষণায় নতুন দিগন্ত: ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী অংশগ্রহণ

রাহেলা আফরোজ জিতু
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন ও গবেষণা প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছয় বছর পর পুনর্গঠনের পর বুটেক্স সায়েন্স ক্লাব দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ প্রজন্মকে টেক্সটাইল খাতে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাধারার প্রতি উৎসাহিত করা।
প্রতিযোগিতার পরিধি ও উপস্থিতি
দিনব্যাপী এই আয়োজনে দেশের প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি মোট ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল পোষ্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট এক্সিবিশন, আর্টিকেল রাইটিং, টেক্সটাইল অলিম্পিয়াড, ভিডিও কম্পিটিশন এবং ট্রেজার হান্ট।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন সহ বিভিন্ন পেশাদার সংগঠনের নেতা ও শিল্প উদ্যোক্তাগণ।
গবেষণার গুরুত্ব ও ফলাফল
সমাপনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন টেক্সটাইল খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে গবেষণার পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তাই দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে, তাদের গবেষণামুখী উদ্যোগে আরও এগিয়ে আসতে হবে।” তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হওয়ারও আহ্বান জানান।
ক্লাবের মডারেটর এস. কে. মোহাম্মদ রাফি বলেন, শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্র অন্বেষণে উৎসাহিত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে ‘টেক্সভার্স ২০২৫’ আয়োজনের মাধ্যমে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে।
বিচারকরা অংশগ্রহণকারীদের উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে মূল্যায়ন করেন। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন:
- পোস্টার প্রেজেন্টেশন: চ্যাম্পিয়ন: টিম ওয়াটার হায়াসিন্থ
- প্রজেক্ট এক্সিবিশন: চ্যাম্পিয়ন: টিম এরিজ
- টেক্সটাইল অলিম্পিয়াড (সিনিয়র): চ্যাম্পিয়ন: নাজরানা মেহনাজ দিবা
- টেক্সটাইল অলিম্পিয়াড (জুনিয়র): চ্যাম্পিয়ন: চৌধুরী আজমিন মাহমুদ
- ভিডিও কম্পিটিশন: চ্যাম্পিয়ন: টিম স্পানডেক্স
- ট্রেজার হান্ট: চ্যাম্পিয়ন: মিস্ট্রি ভয়েজার্স
দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপন ও উদ্ভাবনী মনোভাব নতুন মাত্রা যোগ করেছে।
