১ নভেম্বর থেকে দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ, হলগুলোকে শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার

মো. মাহদী হাসান চৌধুরী
বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ আজিজ হল, জি.এম.এ.জি ওসমানী হল এবং সৈয়দ নজরুল ইসলাম হলে প্রভোস্টদের মেয়াদ পূর্তি হওয়ায় এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে প্রভোস্টের অব্যাহতির কারণে এই দায়িত্ব প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
নবনিযুক্ত প্রভোস্টবৃন্দ
অফিস আদেশ অনুযায়ী, নবনিযুক্ত প্রভোস্টগণ আগামী ১ নভেম্বর থেকে তাঁদের নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন এবং আগামী দুই বছরের জন্য অর্পিত দায়িত্ব পালন করবেন:
| হলের নাম | নবনিযুক্ত প্রভোস্ট | বিভাগ/পদবি | 
| শহীদ আজিজ হল | অধ্যাপক ড. মো. আহসান হাবীব | টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট | 
| জি.এম.এ.জি ওসমানী হল | অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান | টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন | 
| বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল | সহযোগী অধ্যাপক ড. দিলারা হোসেন | হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স | 
| সৈয়দ নজরুল ইসলাম হল | মো. মোতাকাব্বির হাসান | সহকারী প্রভোস্ট (ভারপ্রাপ্ত) | 

নবনিযুক্ত প্রভোস্টদের প্রতিক্রিয়া
- অধ্যাপক ড. মো. আহসান হাবীব বলেন, “এই হলের সাথেই আমার ছাত্রজীবনের অগণিত স্মৃতি জড়িয়ে আছে। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা শহীদ আজিজ হলকে একটি উত্তম ও আদর্শ আবাসিক হল হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।”
- অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান তাঁর দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে হলের সার্বিক শৃঙ্খলা রক্ষা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
- অধ্যাপক ড. দিলারা হোসেন দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান।
- মো. মোতাকাব্বির হাসান বলেন, “এটি কেবল একটি পদ নয়, বরং আমাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার এক সুবর্ণ সুযোগ। আমি সবার সহযোগিতায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট থাকব।”

 
                       
         
         
         
        