
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: রয়টার্স।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার কারণে এই বৈঠকটি অনিশ্চিত হয়ে পড়েছিল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান,
- সফরের সময়সূচি: ট্রাম্প আজ রাতে (শুক্রবার) মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। তিনি জাপান ও দক্ষিণ কোরিয়াও সফর করবেন।
- সি’র সঙ্গে বৈঠক: আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সিইও সম্মেলনে ভাষণ দেওয়ার পর ট্রাম্প সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
ট্রাম্পের এশিয়া সফর
| তারিখ | দেশ | কর্মসূচি |
|---|---|---|
| রবিবার | মালয়েশিয়া | প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ ও আসিয়ানের নেতাদের ভোজে অংশগ্রহণ। |
| সোমবার | জাপান | পৌঁছানো। |
| মঙ্গলবার | জাপান | নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক। |
| বুধবার | দক্ষিণ কোরিয়া | প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে সাক্ষাৎ; অ্যাপেক সিইও মধ্যাহ্নভোজে মূল বক্তব্য এবং অ্যাপেক নেতাদের ভোজে যোগ দেওয়া। |
| বৃহস্পতিবার | দক্ষিণ কোরিয়া | সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং এরপর দেশের উদ্দেশে রওনা। |
