সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত; সহ-সভাপতি পদে ত্রিমুখী লড়াই

বসুরহাট ব্যবসায় সমবায় সমিতি লিমিটেড কমিটির নির্বাচন চলছে।ছবি:
মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি
জাতীয় পুরস্কার প্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর কার্যকরী কমিটির নির্বাচনে আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এটি বাজারের ব্যবসায়ীদের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচন।
বসুরহাট পৌরসভা মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
সহ-সভাপতি পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা
সমিতির কার্যকরী কমিটির মোট ১২টি পদের মধ্যে ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি পদে আবদুল মতিন লিটন এবং সাধারণ সম্পাদক পদে জাহিদুর রহমান রাজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে বাকি ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে সকলের দৃষ্টি রয়েছে সহ-সভাপতি পদের দিকে, যেখানে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন:
| প্রার্থীর নাম | প্রতীক |
| জামাল উদ্দিন টিপু | উড়োজাহাজ |
| দলিল লিখক জাকের হোসেন (আমিন) | দেয়াল ঘড়ি |
| নুর হোসেন রতন | রিকশা |
নির্বাচন কমিশনার আবু তোয়াহার পরিচালনায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।
ভোটারদের প্রত্যাশা
বসুরহাট ব্যবসায়ী সমিতির ভোটাররা আশা করছেন, নির্বাচনে নির্বাচিত নেতৃত্ব বাজারের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করবে। ভোটারদের প্রত্যাশা হলো, একজন সৎ, যোগ্য এবং সকলের গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচিত হবেন যিনি সমিতির সদস্যদের স্বার্থকে অগ্রাধিকার দেবেন। এই নির্বাচনটি বসুরহাট বাজারের ব্যবসায়িক পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলবে এবং বাজারের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
